হৃদরোগে আক্রান্ত হয়ে লেবাননে আব্দুল কবির নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বৈরুতের শেরে মনু এলাকায় নিজ রুমে তার মৃত্যু হয়। মরদেহ স্থানীয় দেশটির রিজক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জানা গেছে, আব্দুল কবির দীর্ঘ ১০ বছর আগে কোম্পানির ভিসায় লেবানন আসে। গত কয়েকদিন ধরে সে শারীরিকভাবে অসুস্থ ছিল।বৃহস্পতিবার ভোরে নিজ রুমে বুকে তীব্র ব্যথা শুরু হলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এর অল্প কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
তার স্বজনরা ধারণা করছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। পরে অ্যাম্বুলেন্স এসে তার মৃতদেহ স্থানীয় রিজক হাসপাতালে নিয়ে যায়। ৩ কন্যা সন্তানের জনক আব্দুল কবিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালিকাপুর গ্রামে। বাবার নাম আব্দুল হক।
এদিকে, তার মৃত্যুর সংবাদে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত আব্দুল কবিরের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠাতে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি তার স্বজনরা অনুরোধ জানিয়েছে।