December 4, 2020

মাই পেটারসন. লাইফ

ভয়েস অফ দ্যা কমিউনিটি

হাসপাতালে থাকা ট্রাম্পের ছবি প্রকাশ করল হোয়াইট হাউস

মহামারিতে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে খোদ তার, তার চিকিৎসক এবং হোয়াইট হাউজ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো, তবে সামনের দিনগুলোতে ‘আসল পরীক্ষা’।
তবে ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সেখানে শুয়ে-বসে নেই। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে অফিসের কাজে ব্যস্ত আছেন।

হাসপাতালে প্রেসিডেন্ট ট্রাম্প ডেস্কে বসে কাজ করে যাচ্ছেন। হোয়াইট হাউস থেকে স্থানীয় সময় শনিবার এই ছবি প্রকাশ করা হয়। ট্রাম্প শুক্রবার থেকে হাসপাতালে আছেন।

ছবি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ব্যক্তিগত টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’

এই ভিডিওতে তাঁকে যে ডেস্কে বসে কথা বলতে দেখা যায়, ছবিতেও একই ডেস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তাঁর স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসির খবরে বলা হয়।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্প শিগগিরই করোনা জয় করে ফিরবেন বলে আশা প্রকাশ করে ইভাঙ্কা আরও জানান, ‘প্রার্থনা করি আমার বাবা ও মেলানিয়াসহ কোভিডে আক্রান্ত সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা সম্মিলিতভাবে যেমন কোভিডের বিরুদ্ধে লড়ছেন, তেমনি করে প্রেসিডেন্ট দেশের মানুষের জন্য তার লড়াই অব্যাহত রাখবেন।’

error: Content is protected !!