November 28, 2020

মাই পেটারসন. লাইফ

ভয়েস অফ দ্যা কমিউনিটি

সিডনিতে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনিতে পৃথক দুই ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নাম মোমিনুর রহমান (রজত), অন্যজন বিজয় পাল। রজত শনিবার ভোরে ইঙ্গেলবার্নস্থ নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় এবং বিজয় পাল কোগরাহতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়, সিডনি প্রবাসী মোঃ মোমিনুর রহমান (রজত) ভোর রাতে কাজ শেষে বাসায় ফিরে ঘুমাতে যান। সকালে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাইরে যাবার আগে ঘুমন্ত রজতকে বলতে এলে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। সকাল ৯ টার দিকে তার মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে ইউটিএসএ’র বাংলাদেশী ছাত্র বিজয় পাল কোগরাহ ম্যাকডোনাল্ড সংলগ্ল ক্রসিং-এ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, ‘ফুড উবার’ চালক বিজয় পাল উক্ত ক্রসিংএ একটি ফোর হুইল ড্রাইভ গাড়ির সাথে মুখোমুখি দুর্ঘটনায় আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা লাইফ-সাপোর্ট দেয়ার চেষ্টা করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে পরেই সে মারা যায়। বিজয় পালের এক বোনও ছাত্রী হিসেবে সিডনিতে বসবাস করেন।

error: Content is protected !!