আবারো ভয়াবহ এক বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে বিস্ফোরণ ঘটে, এমন খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। শক্তিশালী বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহ’র শক্তশালী রাজনৈতিক ঘাঁটি রয়েছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ’র সঙ্গে প্রায় সময়ই সংঘাতে জড়িয়ে পড়ে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা নিশ্চিত করেনি।
এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি।
বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও। ভূমধ্যসাগরের অপর পাড়ের সাইপ্রাসে সৃষ্টি হয় ভূকম্পনের।
ভয়াবহ ওই বিস্ফোরণের পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে আসে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করে তারা।
নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনের চেষ্টা করলেও একপর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হয় পুরো সরকার।