মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশির ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছেন মার্কিন সিনেটর। কানেকটিকাটের স্টেট সিনেটর রিচার্ড ব্লু-মেন্থাল করোনা মহামারিতে বাংলাদেশি মালিকানাধীন ‘রুট সেভেন ট্রাভেল প্লাজা’ নামের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে প্রবাসী ব্যবসায়ীদের উৎসাহিত করেন।
যুক্তরাষ্ট্রে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন ঠিক তখনই নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন কানেকটিকাটের বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ।
উদ্বোধনকালে সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, আমার সঙ্গে স্টেটের আরও অনেক কর্মকর্তারাই উপস্থিত আছেন। বাংলাদেশি মালিকানাধীন এ ধরনের একটি ব্যবসা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতে প্রবাসীরা এ ধরনের ব্যবসার সম্প্রসারণ বৃদ্ধি করে এ অঙ্গরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রেসিডেন্ট/সিইও মীর সাব্বির আহমেদ বলেন, রুট সেভেন ট্রাভেল প্লাজায় প্রায় ৬০ জন মানুষের নতুন কর্মসংস্থান হবে। এদের অধিকাংশই বাংলাদেশি। এ প্লাজায় থাকছে সানোকোর ২৪টি নজেল পয়েন্ট। এর মধ্যে ১৬টি গ্যাস ও ৮টি ডিজেল। আগামী অক্টোবরে টেসলা ইলেক্ট্রনিক ৮ চার্জিং স্টেশন বসবে। প্রায় ৯ হাজার ৬শ স্কোয়ার ফুটের এ প্রতিষ্ঠানের সোনিক রেস্টুরেন্টে কাজ করবেন ৪০ জন, সানোকো গ্যাস স্টেশনে ১০ জন এবং এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনে ১০ জন।
সাব্বির উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন ঠিক তখনই নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার এ বিষয়টি মূলধারার রাজনীতিবিদদের নজর কেড়েছে। ফলে তার আমন্ত্রণে মার্কিন সিনেটর (কানেকটিকাট) রিচার্ড ব্লুমেন্থাল প্রতিষ্ঠানের উদ্বোধন করতে সম্মত হয়েছেন।
আগামী বছর ড্যানবুরি, বৃস্টল ও টোরিংটন প্রত্যেকটি শহরেই প্রায় একই ধরনের আরও তিনটি স্টেট অব দ্য আর্ট ট্রাভেল প্লাজা চালু করা হবে। এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইতোমধ্যে জমি ক্রয় এবং নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে ব্যাপক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে বলে উল্লেখ করেন মীর সাব্বির।
মীর সাব্বির আহমেদ ও তার স্ত্রী নাজিয়া আহমেদ নিশি কানেকটিকাটের প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে সোনিক রেস্টুরেন্ট ব্যবসার পরিচালনা করার জন্য ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব পেয়েছেন বলে জানান তিনি। মীর সাব্বির গত বছর কানেকটিকাটের নিউ মিলফোর্ডের ইকোনোমিক ডেভেলপমেন্টের কর্পোরেশনের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন।
উদ্বোধন অনুষ্ঠানে কানেকটিকাটের স্টেট রিপ্রেজেন্টেটিভ বিল বাকবি, নিউ মিলফোর্ড সিটি মেয়র পিট ব্যাস, কানেকটিকাটের প্রবাসী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিসহ এবং বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি)’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রুট সেভেন ট্রাভেল প্লাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে নিজস্ব প্রতিষ্ঠানের জিনিসপত্রের পসরা নিয়ে বসেছিল বিভিন্ন ধরনের ভেন্ডার (বিক্রেতা)।
এছাড়াও প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি)’র সকল কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানে আগত অতিথিসহ সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।