মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে নির্বিচারে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওই হামলার ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। খবর এএফপির।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটার দিকে পেনসেলভানিয়া অ্যাভিনিউ-এ এই বন্দুকবাজি হয়। এ ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রোচেস্টারের অন্তবর্তী পুলিশ প্রধান মার্ক সিমন্স এ ঘটনাকে একটি মহাকাব্যিক ট্রাজেডি আখ্যা দিয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানাননি তিনি।
সিমন্স জানিয়েছেন, নিহত দুইজনের একজন পুরুষ আর অপরজন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আহত ১৪ জনকে স্থানীয় ২টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও জীবনশঙ্কা নেই।
এখনও সন্দেহভাজন অপরাধী সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।