মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াজুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া ডজনখানেক দাবানলে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৩ বেসামরিক লোক ও ফায়ার ফাইটার আহত হয়েছেন।এপির প্রতিবেদন অনুযায়ী, নজিরহীন বজ্রপাতের কারণে এ দাবানলের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।
রাজ্যের বন ও অগ্নিসুরক্ষা বিভাগের উপপরিচালক ড্যানিয়েল বারলেন্ট জানান, আগুনে ঘরবাড়িসহ ১৭৫ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং আরো ৫০ হাজারটি হুমকির মুখে রয়েছে।
কমপক্ষে দুজন লোক নিখোঁজ রয়েছেন। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ে কেন্দ্রীয় উপকূল ও সানফ্রান্সিসকোর আকাশ ঢেকে গেছে।
রাজ্যের গভর্নর গেভিন নিউসম বনের কাছে একটি উদ্ধারকেন্দ্র পরিদর্শন শেষে এক ভিডিও বার্তায় এ দাবানলগুলোকে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন।
দাবানলগুলো মূলত উত্তর ক্যালিফোর্নিয়ায় সক্রিয় রয়েছে। সেখানে গ্রাস করে নিয়েছে প্রায় এক হাজার ২৫০ বর্গকিলোমিটার ঘাসের জমি, গ্রামীণ এলাকা, গিরিখাত ও সানফ্রান্সিসকোর আশপাশের ঘন বন।বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার পালো আলতো শহরের বিশ মাইল পূর্বে কয়েকটি দাবানলের ঘটনায় ৮৫ হাজার একর জমি পুড়ছে, যা গত বুধবার রাতের ব্যবধানে দ্বিগুণ আকার ধারণ করেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এ ছাড়া উত্তর ক্যালিফোর্নিয়ায় তা-ব চালিয়ে যাচ্ছে দাবানল। ওই অঞ্চলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দাবানলে চারজন নিহত হয়েছেন।
বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন সেখানকার অন্তত ৬২ হাজার বাসিন্দা। দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ বিভাগ ক্যাল ফায়ার। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
ক্যাল ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পর্যন্ত উত্তর ও মধ্য ক্যালিফোর্নিয়ার চার লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। এসব অঞ্চলে চরম উষ্ণ আবহাওয়া বিরাজমান থাকা অবস্থায় বজ্রপাত থেকে অনেক স্থানে আগুন লেগে যায়। এরপর প্রবল বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়।