ভারতের কলকাতার স্টার জলসা টেলিভিশনে প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পান মধুমিতা সরকার। দর্শকরা তাকে ‘পাখি’ নামেই চেনেন।
ব্যক্তি জীবনে তিনি সংসার পেতেছিলেন সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন টালিগঞ্জের এ অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মধুমিতা। সোশ্যাল মিডিয়া তার একের পর এক উষ্ণ ছবি প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। প্রায়ই ফটোশুটের খোলামেলা ছবি প্রকাশ করেন নেট দুনিয়ায়। তারই ধারাবাহিকতায় এই অভিনেত্রীর ভক্তরা সম্প্রতি কমেন্টের মাধ্যমে আবদারের ঝড় তোলেন ভিডিও শুটের জন্য।
অবশেষে ভক্তদের খুশি করতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধুমিতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টিজার পোস্ট করেছেন। এতে এলো চুল, খোলা পিঠে ঝড় তুলেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর একটু অপেক্ষা’।
তবে ভিডিওটি কোনো সিনেমা বা ওয়েব সিরিজের কিনা তা তিনি উল্লেখ করেননি। বর্তমানে এই অভিনেত্রী মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’ সিনেমার শুটিং করছেন। সূত্র: এবি আনন্দ।
A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on Sep 23, 2020 at 10:24pm PDT