বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩,১৭৭,৪১৬ জন
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭,২৯৪,০৩২ জন আক্রান্ত হয়েছেন। যা মহামারিতে সারা বিশ্বে মোট মৃতের সংখ্যার ২০ %-এরও বেশি।
করোনাভাইরাসে মৃতের সংখ্যার তালিকায় এরপরেই রয়েছে ব্রাজিল। রোববার রাত পর্যন্ত ব্রাজিলে ১৪১,৪৪১ জনের মৃত্যু হয়েছে।
এই তালিকায় এর পরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৯৪,৯৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারত ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৪৩১ জন।
করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছে ৪২ হাজার ৬০ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৮১৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ১৮৮টি দেশে এই প্রাণঘাতি ভাইরাস ছড়িয়েছে।