প্রবাস ডেস্ক : এক বাংলাদেশিকে হত্যার দায়ে করা মামলায় দুই বাংলাদেশিসহ এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে দক্ষিণ আফ্রিকা উইটব্যাঙ্ক থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- বাংলাদেশি আব্দুর রহিম ও বাবলু, পাকিস্তানি নাগরিক আশরাফ আলী। এ পাকিস্তানি সম্প্রতি আরো এক বাংলাদেশি অপহরণ মামলার আসামি।
সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ব্ররংকোস্প্রিটের কুমাথলাঙ্গা নামক এলাকায় রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে সশস্ত্র একদল ডাকাত গাড়ি লক্ষ্য করে বাংলাদেশি মো. সুমনকে (৩৮) গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পরবর্তীতে নিহত সুমনের ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকান স্ত্রীর মামলায় দীর্ঘ তদন্তের পর দুই বাংলাদেশিকে তাদের নিজ নিজ বাসা থেকে এবং এক পাকিস্তানিকে আটক করেছে স্থানীয় পুলিশ। দোষীদের বিচারের মুখোমুখি করতে মামলার পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মৃত সুমনের স্ত্রী।
জানা গেছে, মুহাম্মদ সুমনের বাড়ি ফেনী পূর্ববাজারের গোবিন্দ পুরে। আটক বাবলু সম্পর্কে সুমনে চাচাতো ভাই ছিলেন ।