করোনার কারণে স্থগিত থাকা ফিফা র্যাংকিং অবশেষে ঘোষণা করা হলো । বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত র্যাংকিংয়ে দেখা গেছে, প্রথম চার দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
আগের মতোই সবার উপরে আছে বেলজিয়াম। দুই নম্বরে আছে সবশেষ বিশ্বকাপ জয়ী ফ্রান্স। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৩ নম্বরে। এরপরেই আছে ইংল্যান্ড।
দারুণ উন্নতি করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে টানা দুই জয় তাদের তুলে এনেছে পঞ্চম স্থানে।
পর্তুগালের উন্নতিতে সমস্যা হয়েছে লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ের। এক ধাপ নেমে ছয়ে চলে গেছে তারা।
এদিকে এক ধাপ উন্নতি হয়েছে স্পেনের। ক্রোয়েশিয়াকে ঠেলে সাতে উঠে এসেছে স্প্যানিশরা। আটে থাকা ক্রোয়েশিয়ার নিচে আছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের অবস্থানের কোনো নড়চড় হয়নি।
সেরা দশের সবশেষ দল কলম্বিয়া। তারাও আগের অবস্থান ধরে রেখেছে।
একধাপ এগিয়ে ইতালি ১২তম, নেদারল্যান্ডস ১৩তম এবং জার্মানির অবস্থান ১৪তম।
তবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরিকে হারানোর কারণে দলটি ৬ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছে।
র্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থানও (১৮৭)। তবে এক ধাপ পিছিয়েছে ১০৯ এ গেছে ভারত। বাংলাদেশের অবস্থান অপরিবর্তনীয় থাকলেও পতন ঘটেছে ভারতের। এক ধাপ পিছিয়ে ১০৯ নম্বরে এখন ভারত ।