বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, যার পায়ের জাদুতে মুগ্ধ থাকে আট থেকে আশি সবাই। সেই মেসিকে নিজের ক্লাবে কে-না পেতে চাইবেন। আর তাই লিওনেল মেসির দলবদল ইস্যু নাটক থেকে থ্রিলার সিরিজে রূপ নিয়েছে! কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। দুই পক্ষ এখন এক কথা বলছে, তো পরে বলছে আরেক কথা। মেসির বাবা যেমন বুধবার বলেন, তার ছেলে বার্সায় থাকছেন না। তার আগে বলেছেন, বার্সায় মেসির ভবিষ্যৎ কঠিন।
অথচ এখন তিনি বলছেন, বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের সঙ্গে ‘ভালো’ আলোচনা হয়েছে। মেসির বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার প্রশ্নে ‘হ্যাঁ’ সূচক জবাবও দিয়েছেন লিওর বাবা জর্জ মেসি। ইতালির সংবাদ মাধ্যম মিডিয়াসেট এমনই দাবি করেছে।
মেসির বাবা ইঙ্গিত করেছেন যে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২১ মৌসুম পর্যন্ত বার্সায় খেলতে পারেন মেসি। দুই পক্ষ এ ব্যাপারে একমত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মেসির বাবাকে মিডিয়াসেট প্রশ্ন রাখে- বার্সার সঙ্গে আলোচনা কেমন হয়েছে। জবাবে তিনি বলেন, ‘ভালো।’ মেসির কি চুক্তির মেয়াদ পর্যন্ত বার্সায় থাকার সম্ভাবনা আছে। তিনি উত্তর দিয়েছেন, ‘হ্যা।’
শুধু মেসির বাবা নন, মেসি ভাই ও তার পরামর্শক রদ্রিগো মেসিও একইরকম ইঙ্গিত করেছেন। মেসির চাচাতো ভাই মেক্সি বায়ানকুচিও বলেছেন, ‘মেসি বার্সা ছাড়ছে কি-না এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত নই। আমার কাছে, মেসির বার্সাকে বিদায় বলার বিষয়টি পুরোপুরি পরিষ্কার মনে হচ্ছে না।’
ওদিকে মেসি পক্ষের আরেক সংবাদ মাধ্যম আর্জেন্টিনার টিওয়াইসির সাংবাদিক মার্টিন আরেভালও একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মেসির বার্সায় থাকার সম্ভাবনা এখন ৯০ শতাংশ।
এখানে উল্লেখ্য, শুধু মেসির দলবদলের প্রশ্নে নয়, আর্জেন্টাইন এই সংবাদ মাধ্যমকে মেসি বিষয়ক যেকোন সংবাদের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
টিওয়াইসির সাংবাদিকের টুইট তাই চোখ ছানাবড়া করেছে অনেকের। সাংবাদিক মার্টিন লিখেছেন, মেসি এখন খুবই গুরুত্বের সঙ্গে সামনের মৌসুমও বার্সায় থেকে যাওয়ার চিন্তা করছেন।
প্রসঙ্গত, ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে ইএসপিএন ইউকে।এর আগে তিনবার ‘না’ বলেও বার্সাতে খেলেছেন মেসি। ধারণা করা হচ্ছিল এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন তিনি।
তবে সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করে অবশেষে সাবেক গুরু পেপ গার্দিওয়ালের ছায়া তলেই যাচ্ছেন মেসি। গণমাধ্যমটি জানিয়েছে, ৫ বছরের চুক্তিতে ৭০০ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে যেতে রাজি হয়েছেন মেসি। আর এই অংকটিই হলো মেসির বার্সা ছাড়ার বাই আউট ক্লজ।
এর আগে আর্জেন্টিনীয় কিংবদন্তির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় যান ম্যান সিটির ‘ডিরেক্টর অব ফুটবল’ চিকি বেগিরিস্তাই। স্পেনের প্রচারমাধ্যমগুলো জানায়, মেসি যে ম্যান সিটি ক্লাবে যেতে পারেন, তা স্বীকার করেন ক্লাবটির প্রেসিডেন্ট পদপ্রার্থী টোনি ফ্রেইক্সাও।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর, ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপের সঙ্গে কথা বলছেন মেসি। ৭০০ মিলিয়ন ইউরোয় আগামী পাঁচ বছর ম্যান সিটি, নিউইয়র্ক সিটি এফসির জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি।প্রায় দুই দশক বার্সেলোনার জার্সিতে খেলেছেন মেসি।