November 24, 2020

মাই পেটারসন. লাইফ

ভয়েস অফ দ্যা কমিউনিটি

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, ১৬ জনের মৃত্যু

মাত্রাতিরিক্তি কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হওয়ায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিজিয়াং জেলায় একটি কয়লা খনিতে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোরের দিকে শোংজাও কয়লা খনিতে মাত্রাতিরিক্ত কার্বন মনো অক্সাইড ছড়িয়ে পড়লে খনির ভেতর ১৭ শ্রমিক আটকা পড়েন। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়। জীবিত অপর একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, শোংজাও কয়লা খনিটি স্থানীয় এক জ্বালানি কোম্পানির মালিকানাধীন। রোববার খনিটির ভেতর বেল্ট পোড়ানোর সময় বেঁধে দেওয়া সীমার চেয়ে অতিরিক্ত কার্বন মনো অক্সাইড ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে সিনহুয়া।

পরে, ৭৫ উদ্ধারকর্মীর একটি দল খনির ভেতর প্রবেশ করে। ঘটনাস্থলে ৩০ চিকিৎসাকর্মীও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!