November 27, 2020

মাই পেটারসন. লাইফ

ভয়েস অফ দ্যা কমিউনিটি

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় হামাসের একাধিক স্থাপনা ধ্বংস

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার সশস্ত্র দল হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়। এর জবাব দিতেই ওই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এ খবর দিয়েছে আল-জাজিরা।

শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুনরায় হামলার সক্ষমতা ধ্বংস করতে হামলার উৎস টার্গেট করে বিমান হামলা চালায় ইসরাইল। এ নিয়ে একটি টুইট করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে বলা হয়, হামলা চালিয়ে হামাসের ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক পোস্ট ধ্বংস করে দেয়া হয়েছে।

রোববার ভোরে এ হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয়, হেলিকপ্টার, ফাইটার বিমান ও ট্যাংক। হামাস যদি আরো হামলা চালায় তাহলে বড় ধরণের জবাবের প্রস্তুতিও নেয়া হয়েছে।

আল-জাজিরা ও আনাদলু জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনী খান ইউনুস, রাফাহ ও বেইত হানুনের একাধিক স্থানে হামলা করেছে। বেইত লাহিয়াতে একটি রিসোর্ট লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

error: Content is protected !!