গত কয়েকদিনে অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলে প্রায় ৩৮০টি তিমির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। দেশটিতে এত বেশি সংখ্যক তিমির মৃত্যুর ঘটনা বিরল।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তাঁরা ৫০টি তিমি উদ্ধার করতে পেরেছেন। সৈকতে আরো ৩০টি জীবিত তিমি এসে আটকে আছে। সেগুলো উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
গত সোমবার তাসমানিয়া উপকূলে ঝাঁকে ঝাঁকে তিমির আটকে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। এরই মধ্যে উপকূলে তিমিগুলো উদ্ধারের ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
তাসমানিয়া অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সৈকতে জীবন্ত প্রাণী থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই তিমিদের প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ছে।
ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, এখন পর্যন্ত তাসমানিয়া উপকূলে এসে আটকে আছে অন্তত ৪৫০টি তিমি।